ইঁদুরে মাত্র কাটে গামছার এক কোণা
তার ধ্বংসে আনি বিষ ,
ছেলে পড়াতে জমি বেচি আরো দেনা  
তার চাকরীর নেই হদিস ।


পথে, পায়ে ফোঁটে এক কাঁটা বিশেষ
গোড়া কাটি সে বাবলা গাছ ,
চিকিৎসা বিনে শিশু, ভুগে ভুগে শেষ
তবু রাগের না কোন আঁচ !


জীবনে কত না জ্বালা- যন্ত্রণা ধরি ,
না মানসিক বিকার,-শান্তমন ;
ভোট কালে অগ্রে ধাঁই, ভোট সারি ,
মান্য করি সে শাসন সমন ।


(ইং-২৫-১২-২০১৯)