সজীব সবুজ যদিও অরণ্যানী -
ছায়া সুশীতল লাবণ্য বনানী ,
তবু অভাব কত না চিরশান্তি -
ঘুণেতে নিঃস্ব তার নধর কান্তি !


বন, ধ্বংসতে হেথা, নয় একা -
ঘুণ, উই, নানা কীটাণু পোকা !
তারা যুগে-যুগে একাজে রত ,
বৃক্ষরে কুরে-কুরে করে ক্ষত।


আর দেখ আদর্শ নেতার বেশে-
আছে খল, যোগ্য সেজে- দেশে ,
অপরূপ নধর মূরতি, সুশ্রী ভদ্র -
করিছে মহাহানি এ জন-সমুদ্র !


স্বভাবে যে ঘুণপোকা তারা ,
দেশমজ্জা, খেয়ে-খেয়ে সারা !
বাড়ায় দেশের দুঃখ, দারিদ্র্য ,
তবু সে জন সমাজে সমাদৃত !


কত যে ঘৃণ্য তার চলন সাজ -
তবু মাপ করে, দুঃখী সমাজ !
দেশ জনতা অসহায় নিরুপায় ,
ঐ নেতা যে শক্তিধর, ক্ষমতায় !


(ইং-০৮-০১-২০১৮)