কিম্ভূতকিমাকার দেখতে ভূত
মনেতে স্ফূর্তি, অশেষ জুত্ ,
সে নৃত্যে বিভোর সদানন্দে-
মাতন ভীষণ ! পচা গন্ধে ।


ভূতের নেই ভূত ,বর্তমান
নেই ভ্রূক্ষেপ ভবিষ্যৎ মান ,
প্রলয় কর্মে- মাতালে মান্য
পর পীড়ক, আচার জঘন্য ।


ভূত যদি গজায় জীবন্ত লোকে
দোষাপোর কেন সামনে তাকে !
জুলুম -জালিয়াত ছল-চাতুরী- ,
ধান্দা- কুকর্ম, ভজন- চুরি ।


সৌম্য সাধুরূপ, ভূতমান অন্তর
জানে বশীকরণ অসাধারণ মন্তর !
লুট, ধর্ষণ, গণহত্যা- ধরণীময় ,
এসব কর্মকাণ্ড কী সুস্থ্যের হয় ?


(ইং-০১-০৭-২০১৯)