ট্যাকে থাকিলে ভোগের পয়সা
শৌখিনের ঘরে বয় সুখের ঝর্না ,
পূরণ হয় মনচাহা যতেক আশা
সুখের চমক-ঝিলিক, নানা বর্ণা ।


হাবভাব আদপ- কায়দা বিচার
সবই উন্মুক্ত, বাঁধাহীন স্বাধীন ,
হতে পারে ছন্নছাড়া সে আচার
দিন রাত নৃত্যে রত ধিন্-ধিন্ ।


আর্ত কেমন আছে, কি খায় ?
জীবনে তার কি কষ্ট অষ্টপ্রহর ,
না অনুভবী ধনীরা যোগ্যতায়
হেথা অন্তরায় তার সুখসাগর ।


এ নিয়ে ভাবনা-চিন্তা সব বৃথা
কারণ, সে ঘুঁটে তাই পোড়ে ,
শাশ্বত জগৎ সত্য দৃঢ় কথা
তুচ্ছ খবরে জ্বালা না অন্তরে ।


সৌভাগ্যবানের শিক্ষাটা সরল
ভাগ্যবলে মেলে শোষণ কল ,
বিশ্বাসে এ ধারায় ভোগে সফল
পৈত্রিক অধিকার ষুগের ফল ।


(২৬-১২-২০২০)