অন্নদাতা, মহাপ্রাণা- সে চাষী ,
কখন ধোবে মুখ , রয় বাসী ।
প্রত্যুষে উঠে জমিমুখো ছোটে
কাজ, অষ্টপ্রহর বিশ্রাম না মোটে ।


মুটে, মজদুর, তারাও মজবুর ,
কষ্টে বাঁচা- সুখ ভাগে দূর-দূর ।
স্থায়ী উপায় -মুক্তি নেই লয়
বিজ্ঞ বলে, সফল হবার নয় !


যাঁরা ভূঁড়ি বাগিয়ে ভবে চলে ,
এ সব ভাগ্য ! 'দৈবদান'-বলে ।
দেখেনি যে তুফান-ঝড়-ঝাপটা ,
স্বাভাবিক, তাঁর ভাবনাটা এটা ।


মাঝীর দ্বারা পার হয় লোক ,
সে দারিদ্র্যতায় ভোগে-দুর্ভোগ ।
কে কারে দেখে, মাতম সুখে ,
জ্বালা নিয়ে গরীব মরে দুখে ।


(ইং-১৮-০৯-২০১৯)
*-ভাগে > ভেগে যায়, অমিল ।