ইংরেজ গেল, স্বদেশী এলো
সঙ্গে খড়ের চাল
বংশের পর বংশ পার
কাটল বহুকাল ।
শহর এখন তার সীমা
বাড়িয়ে চলে বেশ
ব্যবসা, চাকরী নিয়ে হল
জনসংখ্যা অশেষ ।
সবার চাই জায়গা জমি
অর্থে তারা বড়ো-
কুড়ে ঘরের টান পড়িল
এখন তোমরা সরো ।
কপালের ফেরা দুর্বল যারা
হটাই তার লাগে ,
গেল চলে শেষ সম্বল
পরকাজে ত্যাগে ।
স্বাধীন দেশে মালদার যারা
খায় দুধ মলাই ,
গরীব তলার মানুষ সনে
ভুখা পেটে ভলাই ।


(২৪-০৯-২০২০)