প্রিয়কবি বিভূতি দাস মহাশয় “বোতল বদলায়-(ব্যঙ্গ)” কবিতার উপর অতি মূল্যবান মন্তব্য দানে মুগ্ধ হয়ে তাঁর সম্মানে কাব্যটি তাঁকে অর্পণ করিলাম ।
“নবোদয়ের ঝলক”


অধীর ! মঙ্গল কামনায় বিচলিত
চিন্তায় উদগ্রীব, সংসারে শতশত ,
ধরে ধৈর্য, সুসময়ের অপেক্ষায় -
অশুভর নিপাত ,আর পরাজয় ।


বীর যোদ্ধারা দণ্ডায়মান, নির্ভয় -
শুধু ধ্যেয় লড়াই এ পেতে জয় !
সেই পরাধীনে, লড়ে কত বীর -
কতোর ভাগ্যে ঠাঁই, পর্ণকুটীর !


আজ সাধন সম্পন্ন, বক্ষে বল -
অতি শীঘ্র চায় আলো ঝলমল ।
চায় নীতির যুদ্ধ হোক বিকট !
বিতাড়িত হোক, খল, লম্পট ।


রঙে রংধনুর ছটা ভরিয়া গগন
এই বুঝি এলো সে শুভলগন !
মঙ্গলঘট ভরা আজি সব দুয়ারে ,
পবিত্র নীরে পুনঃ ভরিবে এবারে ।


(ইং-২০-০৫-২০১৮)-ব্যাঙ্গালোর