যদি মন কাজে মরিচাপড়া , জনগণ সেবায়
বিপদ মাঝে সকাল সাঁঝে স্বার্থ খুঁজে বেড়ায় ;
যাঁর ছিল না দেশ হিতে কোন দাযিত্ব-জ্ঞান
বিপদ কালে কারো তরে লড়ে না সে আপ্রাণ ।


'করোনা' ত্রাণে পুণ্যি মেলা, এমত পায় আভাস
ফুলমালায় গলা ভরিবে , হৃদয় ভরা উচ্ছ্বাস ।
বার্তালাপে চতুর সাজে সুগন্ধি প্রসাধন মেখে ,
এ-সি রেখে ময়দানে এসে, হাঁপায় দৃশ্য দেখে ।
শক্ত-সবল বিচারবর্গ, হড়প নীতির চরিতার্থে ,
দু’হাতে সব লুটবে ফসল, জ্ঞান ঘনায় স্বার্থে ।


সাদামনের আবেগী আর্ত, বড়োরে দেবেই মান ,
সৌম্যবেশে দেখামাত্র , ছলেরে ভাবে ভগবান !
এ লুকোচুরির চতুর খেলায়, সরল তারা পরাস্ত ,
শোষণ যাঁতা ঘূর্ণায়মান, যুগ-যুগ চলে রাজত্ব ।


(ইং-১৫-০৪-২০২০)