একাধারে ভিখ মাঙ্গে দু’হাত বাড়িয়ে ,
গর্বে মাঠে সর্বোচ্চ মূর্তি ঠায় দাঁড়িয়ে ;
সহজ সুলভ জনধনে বিশ্বে নাম -
অভাব ভাবনা, এ ছাড়া দেখি না কাম ।
মূর্তি, মুচকি হাসেন, হেরি কর্ম সব -
তিনি ভাল বোঝেন সমস্ত হাবভাব ।
এ যে আগের তরে রাস্তা করা প্রশস্ত ,
তাই প্রধান সে উদযোগী, কর্ম ব্যস্ত ।


মূর্তি জানেন এমন কাজে যদি হত ,
ফল পেত, দেশের উন্নতি সোজা মত ;
আদা-নুন খেয়ে ! নিরবধি পড়ে কত ,
তারা গড়িত মূর্তি হাজারে শতশত ।
যেথায় দারিদ্র্য অর্ধেকের বেশী সংখ্যা ,
সেথা শোভে মূর্তির মান, সর্বোচ্চ আখ্যা !


(ইং-০২-১১-২০১৮)