মায়ের কাছে কাতর স্বরে
বেকার সে যাচে চাকরী ;
মা কহিছেন আদরে তারে -
এখন দিতে আমি, কি বা পারি ৷
সবই দিলাম , দু’হাতে তুলে
কত চমৎকার আর কি দিব ;
তোরা দিলি জলেতে ফেলে-
আমি, কান্ডতে যে হতভম্ব !


সাহস- বল ,স্মৃতি- মেধা ,
সাথে, অগাধ দিলাম বুদ্ধি-
তবু কেন মেটেনা ক্ষুধা ?
দেখি তোদের, হয়না শ্রীবৃদ্ধি !
দেশটা গড় নিজের মত-
ভাইয়ে-ভাইয়ে মিলে ,
প্রিয় ছেলে ডাকনা যতো -
কাঁধে, দায়িত্ব নেক তুলে ৷


মানুষ রূপে মানুষ গড়েছি -
তোরাই পারবি সব ,
লড়াই ঝগড়া মিছামিছি -
আর করিস না তুচ্ছ কলরব ৷
মিলেমিশে কাজ কর-
কতকাল আর দেব ,
মনেতে আন, নব জোয়ার-
আমি ,বেজায় খুশী হব ৷


দঃখে আমি কাঁদি সদা -
ঝরে যে চোখে জল ,
যদিও তোদের মনটি সাদা-
পেলি নাকো ফল !


(ইং-২৬-০৯-২০১৭)