দেশ সমাজ সতেজ জীবন্ত
মালাইদার, প্রফুল্ল- প্রাণবন্ত ,
ধনাঢ্যের রূপ-রং পরিপাটী
সে আহ্লাদে খায় লুটোপুটি !


গরীবের কুড়ের নড়বড় খুঁটি
খুঁজলে মেলে না থালা-বাটি ,
কারো গৃহে ছাপিয়ে আলো
কেহ পায় না পানীয় জলও ।


ভরসায় যারা দেশের তরে  
দেহ এলিয়ে সুখ কেদারে ,
কৃষক- মজুর, ঘামে ঝরা
খাটুনির পরও ভুখা তারা ।


এ চৌতরফা উন্নতির যুগ
সুযোগ সন্ধানী লাভে খুব ,
নেতার ভাষণ বাড়াও বিশ্বাস
তাঁরে মান্য করো বারটিমাস ।


দুর্ভিক্ষ মহামারি খাট আপ্রাণ
নেতা বাঁচলে দেশের মান ,
হ’লে আন্দোলনে জেলফাঁস
করো না অকারণ হাহুতাশ ।


(ইং-০৪-১১-২০১৯)