মানুষকে বুঝালে, তাঁরা যে -
মোটে বোঝে না ? এমন নয় -
বোঝে নিজ- কে যে কত আপন
বোঝে মরু সাহারা ,সাগর-নদনদী-বন ।


আজ্ঞাবহ তাঁরা, গুরুর উপদেশ মত চলা
দুঃখ দূরে উপায় খুঁজে, শেষ করে বেলা ।
মানুষ নিজ স্বার্থগুণে বিজ্ঞ বিশেষ
শুধু জ্ঞান শিক্ষায় জীবন করে শেষ ,
সে মত ভাবনায় তেজ করে ভক্তি
কৃচ্ছ্র সাধনে লীন হয়, লাগায় শক্তি ।


শাসক কাজে বিনম্র মান্য- নিয়ম ধারা
দাম বাড়লে টু-শব্দটি করে না তারা !
খাটতে জানে, খেটে খায়
হাত পাতে না সব জায়গায় ।
ভবিষ্যৎ চিন্তায় করে প্রভু নাম
পয়সা হলে ঘোরে চারিধাম ,
এক বোঝে, ভাল মত সে বিচার
প্রভুর সৃষ্ট জীব , তিনি দেবেন আহার ।


যদিও তুলনা নাই অপর দেশের
রূপটি ধরে থাকে সে আদি ভদ্র বেশের ,
নূতন কিছু করতে যদি বলা
গায়ে ধরে তীব্র দহন-জ্বালা ,
পর অনিষ্ট, তার সুখ কাড়া
এমন সুযোগ পেলে,মন হয় আত্মহারা !


(০৫-০৮-২০২২)