অখ্যাতির বড়ো কথা কোন কাজের না
যদিও খ্যাতির ছোট্ট কথা, প্রসিদ্ধিপনা ,
পরিপক্ক নট-নটীর সব অভিনয় তুখড়
গেঁয়ো যোগীর সুরেলা গান হয় না খবর ।


এক হাতি বাজারে, সবার কাড়ে নজর
চারিদিক হুলুসথুলুস ভয়ার্ত দৃশ্য-মঞ্জর ।
শত-সহস্র মশা-মাছি তারা করে গান
না ভ্রূক্ষেপ, অশোনা, দেয় না কেহ কান ।
ঘাস ফুল ফোটে,-মরে, নাম গোত্র হীন ,
এক রক্তগোলাপ সে আলো করে দিন ।


নামে, মন্ত্রী একবার হাতে নিলে ঝাড়ু
পাতা ভরে লেখালেখি খবরে হয় পুরু ।
জীবনে পায়নি সুখ্যাতি কোন ঝাড়ুদার ,
মেলেনি সফল কাজে ফুল-মালা-হার ।


(ইং-০৬-১১-২০১৯)
হিন্দী শব্দ, মঞ্জর > দৃশ্য, রূপ ।
**-(এখানে তির্যক)> সব বড়ো- বড়ো না ! তবু সুখ্যাতি পায় ।