ডাঁশ কাঁটাশি মাছি, ক্ষত দেখলেই করে ভন্ ভন্
তার মনে ধরা প্যারে গন্ধে, স্বাদে করে চন্-চন্ ,
           ঘায়েই বসার চেষ্টা আপ্রাণ
          এ জন্মজাত নাড়িছেঁড়া টান !
ভয়ংকর ছটফটানি, জ্বালাময় ব্যবহারিক ধরণ
কালে, বিষাক্ত খেয়ে নিজে ডাকে নিজ মরণ ।


তার দিল-দেমাক ,আচার নীতি, ভাবে না লাজ
সে তুচ্ছ কীট পরিচয়ে ভরা, নোংরা ঘাঁটা কাজ ,
           যতো দিন তারা ধরায় ভরা
           ওরা দুর্গন্ধে খুশী-আত্মহারা
পতঙ্গের মাতম দেখি, বাহারে জীবন, লক্ষ্য সাজ
তার চারিত্রীক স্বভাব নিয়ে বৃথা চিন্তা করা আজ  ।


ডাঁশ, কাঁটাশি, > জংলী মাছি ।
(ইং-০৬-০৩-২০২০)