একদিকে দাঙ্গা ,অন্যদিকে যুদ্ধ !
অস্থির এ সময় সারা পাড়াসুদ্ধ ।
কার দোষ কাকে দেই -
হারিয়ে জীবন খেই ,
তল পাই না দোষের, জনতা না নেতায় ?
মেতে আছি কলি মেনে- সে ধম্ম কথায় ।


নেতা আজ ভগবান , বড়ো তাঁর দান
তেনার ইচ্ছার ’পর বেঁচে আজি পরাণ ।
দেশের হাল তাঁর হাতে
সবাই সুখে জল ভাতে
জনতার বিচার আচার এখন সব অচল ,
অচিরে দানিবেন ভাগ্যে- তিনি শুভফল ।


কষ্ট ! সে তো হর-বিপত্তি কালে আসে
তার জন্য কাজ না, ভাবনা ভরুক ত্রাসে !
এখন শুধু সাঁতার দাও
ঊর্মি সাগর দেখে যাও -
জন তরী লাগল বুঝি অতি শীঘ্র তীরে ,
আসিবে সুদিন কাল, থালা ভর্তি ক্ষীরে ।


(ইং-১৮-০৯-২০২০)