ওরা বলে গেল লেখাটা… বেশ ঠাণ্ডা !
কিছুই তো ভরিল না, পোড়ে, মনটা ।
ইন্টারনেট ঘেঁটে-ঘেঁটে, দেখি
কত কত অদ্ভূত আঁকিবুকি !
দেখে দেখে মনটা ভীষণ চাঙ্গা ।
পুরাতন বুঝতে কঠিন ! সময় লাগে -
গুগলে চার্জ, ঠিক জলজ্যান্ত আগে ,
দৃশ্য, হোক না একটু খোলা রঙ্গা ।


এমন পথ ছেড়ে বৃথা মাতামাতি
লেখালেখি সব কার্যে দেই যতি…
জলাঞ্জলি, পড়াশুনা,বই-পুথি ;
নেটে মেলে অজানা চকিত ভাণ্ডার !
ক্ষণিক চিত্তে সন্তুষ্টি মেলে অপার ।
কোথায় গমন, গন্তব্য, দিশা-দশা ,
নিখোঁজ ভাবনা, নেই কোন নিরাশা ;
হ’লে স্থিতি, মাত্র মশা-মাছি
আমিও বাধ্য হই রাজি ,
দু’দিনের সংসারে টিকে আছি !!


(ইং-২০-০২-২০১৯)
*-চাঙ্গা > স্ফূর্তিলা ।