পারিতে নদী কত শত সদী একই ধারায়
পাড়ে, নিরীহ অসহায় কত গড়াগড়ি যায় ,
        ও-ভাই মাঝি ,করো উদ্ধার -
        পারো মোরে ,নিয়ে ওপার ।
মনে ভয়, বেলা যায় আছি বড়ো অসহায় ।


লোক ভোট দানে নেতারে, সুদিন আশায়
ভোট শেষে অতি উৎসাহে ফেরে বাসায় ,
         মন বলে, এবার দুঃখ ক্ষয়-
        সব সমাধান, ভাগ্য হবে জয়  ,
হায়, দুর্ভোগ ! পোড়ে শূন্য ভাল ,তামাশায় ।


সাধারণ গেঁয়, অজ্ঞ-মূর্খ , বিশ্বাসী তারা প্রজা
জয়ী, চতুর-ছল-শোষণে, পরিপক্ক ধূর্তরাজা ,
         মস্তকে মুকুট ,বসা সিংহাসন
        কানে পশে না, প্রজার ক্রন্দন ,
গলে না পাষাণ প্রাণ, কাজে যেন পায় মজা ।


(ইং-০২-০৮-২০২০)
শ্রী অসিত কুমার রায় (রক্তিম)- (ইং-০২-০৮-২০২০)
তাঁর কাব্য > “স্বাধীনতা-২”
মন্তব্য লিখতে যেয়ে মুগ্ধ হই , আজ প্রিয়কবির সম্মানে আমার ক্ষুদ্র প্রয়াস , তাঁর প্রতি শ্রদ্ধায় কাব্যটি আসরে রাখলাম ।