অতি কঠিন কাজ সুধী জনে দানে জ্ঞান ,
স্বয়ংকে ব্যাঘ্র পিঁঞ্জরে সঁপামত- সমান ।
শুনো না উপদেশ, হবে না বিশেষ দোষ ,
যুক্তি জানালে- মেলে, মহা আপসোস ।


প্রভাতে সূর্যরে দেখালে হাজারো বাতি
তার ফারাক পড়ে না জ্যোতি- এক রত্তি ।
দম্ভগুণী একক গণ্ডি- গর্বে বিরাজমান
মন, স্বার্থজ্ঞানে পরিপূর্ণ, পরিপক্ক পরাণ ।
ক্ষোভ-দুঃখ, পরিশ্রম সবখাটুনী হয় বৃথা -
লৌহপ্রাচীর গায়ে অকারণ ঠোঁকা মাথা ।


জ্ঞান সাগরে অসম্ভব ঢেউ বাঁধন ছাড়া
দেখে না ন্যায়-অন্যায় দিগবিদিক হারা ।
অহরহ ভাবনায় দ্বন্দ্ব,- প্রবুদ্ধ, অনপড় ,
তোলে তুমুল জ্ঞানতর্ক- সংসারে ঝড় ।


(ইং-০৫-১১-২০১৯)