কর্ম করে, ঘর্ম ঝরে না
ছল ভেজাল, কর্ম নমুনা
ফন্দিফিকির শুধু জানা
বড়ো রকমের জাহাপনা ।


শান্তির ঘরে দেবেই হানা
স্বার্থের টান ষোলআনা ।
লাভের ভাগে লম্বাহাত
ভালো বোঝেন জাতপাত ।


ঘরকুণো- কোলাব্যাং
সবারে সে মারে ল্যাং ,
কথার জোরে রাজ করে
দাপট তার দেশ ভরে ।


তার চাকে দিলে নাড়া
ছাড়া লাগে নিজ পাড়া ,
গলায় ওঠে কাঁটার মালা
অসহ্য সে বিষের জ্বালা ।


(ইং-২৮-০২-২০২০)