যুগশ্রেষ্ঠ সুশাসক, মস্ত দরদী ,
এক ছত্র রাজ এ একুশেশদী ।
জনতার বিশ্বাস কায়দায় ধরে ,
তারা কালজয়ী আজ সংসারে ।


জ্বালাও আগুন, দেশ-দুনিয়ায় -
সেঁক রুটি, বিভেদ ভাবনায় !
প্রান্ত, জাতপাত, বর্ণ বিভেদ -
ব্যাপক বিস্তার, একতায় সেঁধ ।


প্রতি ভোট কালে, উত্তম চালে -
ধর্মের কথা পাড়, সময় কালে ।
লোভনীয় ঘোষণা, ভাওতা বাজি ,
তোমরাই তাড়াবে ? দুর্গতিরাজি !


দাঙ্গা, ফ্যাসাদ, লুট, গুলি-গোলা ,
তোমাদের আদর্শ,- নিত্য খেলা !
আবাল-বৃদ্ধ-বনিতা তারা হেনস্ত ,
শিখাও নীতি-উপদেশ, ধর্মশাস্ত্র !


(ইং-০৩-১১-২০১৮)