বিবেকানন্দ এক কৃষ্টি, নীতি, সংস্কারের পাহাড় !
তাঁর গতি, স্থিতি, মতি, জ্বলন্ত শ্রীধর !
ক্ষত,অস্তাচল, গত প্রায়, নিমজ্জিত ,
প্রকৃত ধর্মরে উদ্ধারিতে ত্যাগেন অবিরত ।
কঠোর পণ !সাধ্যাতীত সহন ক্লেশ-
কৃচ্ছ্র সাধন তরে ধরে সন্ন্যাসী বেশ ,
তোলপাড় করেন, পদব্রজে দেশ !
যাতনা,আঘাত, সহ্যতে অশেষ -
কপর্দক হীন, অনাথ, উচ্চশিরে ,
পরিচয় ,শিকাগোতে, সন্ন্যাসী বীরে !
ভূবনে মানব ধর্মে জাগে, মহালোড়ন -
পেলাম আমরা দধীচি, সে মহারতন !


(ইং-১২-০১- ২০১৮)
পরম শ্রদ্ধেয় স্বামী বিবেকানন্দ স্মরণে ।
শুভজন্মদিন, (ইং-১২-০১- ১৮৬৩)