আভা, নানা রঙের উজ্জ্বল প্রকাশ ,
সময়ের সৃষ্ট সে অতীত ইতিহাস ।
চারিদিকে ভরেছে অশুদ্ধ বাতাস
আজ বিপাকে উঠিছে নাভিশ্বাস ।


ইতিহাসের মেটে না ইচ্ছা-আশ ,
কোণ ঠাসা, গুমরে মরে, হতাশ !
ভরা অশেষ কথা- বুক ভরা ব্যথা ,
দিনে-দিনে বৃদ্ধি তায়,দুঃখ অযথা !


জমিছে বিষয়গুলি গাঢ়মসী সমা -
অযুক্তির কত কথা পাতাময় জমা ।
ব্যথা, যুগযন্ত্রণা, সাথে নিয়ে চলা -
কত ঝঞ্ঝাঝড় তার ভালে মেলা !


কালের করাল আঘাত সহ্য করে
বেঁচে আছে ইতিহাস ধরণী ’পরে ,
দেখেছে অঝোরে ঝরিতে রুধির
নিয়ে ধর্ম জাতপাত আস্থা, মন্দির ।
পরতে পরতে জমা সে ইতিহাস ,
সংগৃহিত কৃত্য, মানুষের সর্বনাশ !
বিভৎস,জঘন্য, বিচিত্র সব বর্ণনা –
ইতিহাস বহে, জীবন ভর যন্ত্রণা ।


পুনঃ দেখে ইতিহাস ,পুনরাবৃত্তি
শঙ্কায় ভরা মন নেই তার তৃপ্তি ।
তার ছত্রে-ছত্রে বিচিত্র ক্ষত কত -
যুগ ধারক ইতিহাস, সাক্ষ্য যতো ।


(ইং-২১-০৯-২০১৮)
#-কাব্য সার > ইতিহাস সব ঘটনার সে সাক্ষী, তার দুঃখ- যে ঘটনায়--মানব, সমাজ, দেশ, বিশ্ব সবার অহিত , সে ঘটনা জানা সত্তেও পুনঃ কেন বুদ্ধিমান মানব পুনরাবৃত্তি ঘটায় ?
এ হেন কর্ম দেখে আজ ইতিহাস সে মর্মাহত । আমরা যেন তার কাছ থেকে ভুল সুধরে নিয়ে উন্নতি করি , ইতিহাস তাই চায় ।