অপচয় করে না সে এক ফোঁটা জল
একা কিছু করা মানে আস্ত পাগল !
ভিড়ে কাতারে তার সব কাজ করা
পিছে তারে বলে কত ‘ভীরু আধমরা’ ।


থালে রাখে না খাবার নিষ্টি করে খায়
শোনে কটু কথা, ‘ও পেটুক নিশ্চয়’ !
সততায় লড়ে যদি অন্যায় কথায়
কত শোনে অপ কথা, ‘ঝঞ্ঝাট পাকায়’ ।


মামার জয়, মামার জয়,-গুণ ধামাধরা ,
গাড়ি-বাড়ি হাঁকিয়ে বড়োলোক তারা ।
কোন পথে যায় বলো, সৎ পায় জ্বালা-
অকালে ঘনায় কাল শেষগতির পালা ।


(ইং-১২-০৬-২০১৯)