শিক্ষাগুরু সে ঝড়- জল- বন্যা  
সব, পিটেগড়ে তোলে অনন্যা ,
দুঃখ দানে, শেখায় শতসহস্র  ,
বাঁচার কৌশল, জীবন সংঘর্ষ ।


পার করে গত যুগ রক্তক্ষয়ী
কত কত বাধা ঠেলে হই জয়ী ,
একি দুর্ভাগ্য ! ফের্ পুনরাবৃত্তি ,
বর্বরতা দেখি মানুষের প্রবৃত্তি ।


পুনঃ হেরি নির্যাতন-ভোগান্তি,
রূপ, ক্ষত-বিক্ষত সমাজ কান্তি ।
ভবে আর কবে, সুদিন উদিবে ?
মনে সে চিরদুঃখী শান্তি পাবে ।


ঐ দম্ভের মস্তিষ্কের পাগলপন
কৈ রূপান্তর, বন্ধুত্ব আলাপন ?
প্রেম ভালোবাসায় ভরুক দিক ,
দেশে এমত চাই সমাজ শিখ ।


(ইং-০৮-১০-২০১৯)