কত আশা ভরা ছিল, সেদিন
মনের মত সুখ হবে, দেশটা হলে স্বাধীন ;
      অকাতরে দিয়েছে ওঁরা প্রাণ
শতকষ্টে দেশ স্বাধীনে ছিল একাগ্রতা- ধ্যান ।


      পরিবার গেছে ভেসে দারিদ্রে
মুখে ওঠেনি দু’বেলা সুষ্ঠু অন্ন, কালেভদ্রে ,
       পায় নি বাঁচার সুযোগ দেশে
কাল কাটায় যাযাবর মত কষ্টে ছদ্মবেশে ।


         দেশ বহুদিন হ’ল স্বাধীন
শুভদিনে দেশে ভরমার গভীর জলের মীন ,
        অতীত সময়েও এ ধারা ছিল
স্বাধীন দেশ, পুনঃ কারা এদের প্রশ্রয় দিল ?
         কার হাত, কে সে পালক ?
সময়ের প্রধান চাহিদা তার সমীক্ষা হোক ।


            (২৩-০৬-২০২১)