শত-ক্ষত, তারে করে উপেক্ষা
ভরা আশা, কর্ম-স্বাস্থ্য-শিক্ষা ।
বাঞ্ছা, সেথা সুখ শান্তির আঙন -
মানব চায়, স্বাধীন চিত্ত -মন ।
এ হেন এক প্রদেশ,- কেরল ,
তার শাসন মান আজ উজ্জ্বল !


খুঁজে মেলে সে কারণ, উপায় -
তারা করেছে, জনতার মন জয় !
আদর্শে বাঁচার সব উপাদান ,
অনুসন্ধানে, মেলে প্রথম স্থান !


তাই মরুর মাঝে দেখি জল !
খুশী, সান্ত্বনায়, আঁখি ছল-ছল ।
শত দুর্যোগে, গর্বে ভরা বুক -
ভরুক এমত সব প্রদেশে সুখ ।


(ইং-২৩-০৭-২০১৮)
*- রাজ্য কেরল, ভারতের সংবিধান নিয়মে এক প্রদেশ , ( নিজস্ব আলাদা সংবিধান নেই, তবু তার মধ্যে সাম্যবাদী বিচারের দলগত শাসন )- Public Affairs Centre (PAC), Report . দ্বারা অনুসন্ধানে সামনে এসেছে- কেরল ভাল শাসনের প্রদেশ -২০১৮-তে প্রথম স্থান ।
সুশাসনে রাজ্যগুলি স্থান পায় ক্রম অনুযায়ী- ১-কেরল, ২-গোয়া, ৩-মিজোরম, ৪-সিক্কিম , ৫-ত্রিপুরা-শেষে, ১৮-বিহার ।
*-সূত্র > “হিন্দী পত্রিকা” নিউজ পেপার  (ইং-২৩-০৭-২০১৮) ।