প্রত্যুষে দেবঘরে নেতার তর্পণ
ভেকধারী স্বার্থ তার সদা মাতন ,
আপন কার্য সাধনে যতেক ধ্যান –
জনতা তাচ্ছিল্য, হরিচরণে প্রাণ ।
কর্ণকুহরে সুনাম যদি না বাজে ,
মন ওঠে না মোটে ,দেশ কাজে !


ছবি, আদম-কদে ছেয়ে দূর-দূর -
মোড়ে ,বাজারে,পাটা- টইটুম্বুর !
হতাশা ! হয়নি তা’, চাহিদা মত ,
আরো-খরচা চায়, বাজেট যত ।
সন্দেশের শিরনামে পাক ঠাঁই ,
প্রচারে নেতার ধ্যান-জ্ঞান তাই ।


মুখ বন্দে বসে থাক যতো নিন্দুক
গোপনে সম্পদে ভরুক সিন্দুক ।
ঘৃণ্যকর্মে জনতা হোক না-পর ,
এসব গ্রাহ্য কে করে, তুচ্ছ খবর ?
ভাত ছড়ালে দ্বারে কাকেরা আসে –
সময়ে ভোট পাবে এক নিমেষে ।
নেতা রং ধরায় ইতিহাস-পাতায় ,
লিখিবে নিজ যশ, চির অক্ষয় !


(ইং-২৭-০৩-২০১৮)