শ্রমিকের কাজে ছিল, শ্রদ্ধা-রুচি-বল
ছিল, জীবনটায় তার ভালোবাসা প্রবল ,
সততা আর ন্যায় বিচারে কাটিত সময় পল ,
তারা আপন করেছিল দেশ-দুনিয়া ধরাতল ।


ভোলা -মানুষ , আশার পাহাড় নিয়ে বাঁচে ,
জীবনে নিত্য-নব কামনা করে জগৎ মাঝে ।
তারা বাঁচিতে চায়,- ছিন্ন করে শ্রমশৃঙ্খল ,
সঙ্গে আসবাবপত্র, পরিজন, পা-দু’টো সম্বল ,
হাজার কিমি অচেনা পথে, রাত আর দিন -
পথে হাঁটায় ব্রতী, ভুখা শ্রমিক,-দুঃখী-দীন ।


কি নিদারুণ ক্ষুধার আগুন নেভে না আগে
পিঠ পিছে ধাওয়া করে তীব্র বিষ সমবেগে ,
বাদসাধে কাল ! মাঝপথে ভঙ্গ হয় কপাল
রেলচাকা জীবন নিল ! পায় না তারা জল ।


(ইং-১৭-০৫-২০২০)