মহল্লার সদাশিব
চায় সে তরকিব্  ,
সরল সাদা বাস
কাটায় বারোমাস ।
বিশ্বাস -ভরসা
অতি তার আশা ,
যে যাহা বলে -
সেই মত চলে ,
মান্য, সব কথায়
হৃদয়ঙ্গম আস্থায় ।


চাষের মরশুম  -
কাজের বড়ো ধুম
বীজ ধান নাই -
চিন্তামগ্ন তাই !
আগে এক জন
জানায়, দেবে ধন ,
বড়ো আশায় তায়
উধার নিতে যায় ।


সদাশিবে, সে কয় ,
জানি তুমি অসহায়  -
তবু, বোকা মহাশয় !
এখন উধারী নয় ?
জেন,'পরের ভরসা ,
ভাঙ্গা মালসা' !!


(ইং-১১-০৬-২০১৮)
হিন্দী শব্দ, তরকিব > উন্নতি ,