সিংহ বলশালী ক্রূর, শক্তিধর
বনে সে রাজা,- এক সীমাভর ,
যখন লড়ে এক শেষ । মরে -
বা, চিরতরে ভাগে, দখল ছেড়ে ।


নর সে তো- পশু সুলভ নয় !
কাজে জ্ঞানহুঁশ, চৈতন্যময় ।
কেন জাত্যধর্ম নিয়ে নীচুতা ,
সীমা ধরে টানাটানি শত্রুতা ?
হিংসায় শান, ধ্বংসে আগুয়ান
কেন দূষিত করা পবিত্র পরাণ ?


ক্রূর পশুর কাজ, সমাজে বিঘ্ন ;
লাভ কি হয় আচরণে সিংহ ?
স্বভাব- চরিত্র, কত যে ভয়ংকর
কল্পনাতীত ঘটিত আজ সংসার ,
পতিত আচরণ, হীনমন্যে ভরা -
দর্পণে দেখে না চেহারা তারা ।


(ইং-০২-০৭-২০২০)