গল্প হয় সত্য বা সত্যটা মিথ্যা
বুননে পরিপাটি, ক্ষুরধার যথা ,
সব মনের আবেগ, হর্ষ ও ব্যথা ।


হৃদয়ংগমে চাই ধৈর্য্য-বোধশক্তি
উপলব্ধি তায় , চাহিদায় ভক্তি ,
বৃদ্ধি হয় জ্ঞান যাঁর পঠনে সুমতি ।


উত্তাল ঊর্মি অজানা গতিধার
যুগ ধারাপাত চলমান আচার ,
গল্প যোগায় খোরাক ও বিচার ।


সবে,গল্পের কাছে শিশু-বালক
কাজে হোক না সংসারী, পালক ,
অঢেল আশা। হ’তে সাবালোক ।


আজিকার ভাষ্ হবে ইতিহাস
গল্পের রূপ তার স্থিতি আভাস ,
বহিবে বিশ্বাসে সুবাসিত নির্যাস ।


আর্ত চাইলে জল, গল্প দেয় বল্ ,
আশায়, মুমূর্ষুরে করে সচল ,
গল্পে ধরাতল, হোক শুভফল ।


(০৩-০২-২০২১)