আজ, স্রোতস্বিনী নদী বালু চরে -
জীবনে সে জড়িত, হাহাকারে ,
তেষ্টায় পায় না জল ,সকল প্রাণী -
শুখিয়ে তল, চৌচির, নাই পানি !
পুনঃ কি করে বাঁচিবে সসাগরা ধরা ?
আজ সাম্যবাদ নীতি, গোবেচারা !


মানব মুক্তির সে সুগম পথ-
একদা বিশ্ববুকে নিয়ে শপথ ,
বিশাল মহিরুহে দেখা দেয় -
মানব পায় স্থান ,শান্তির ছায়ায় ।

মহান বিপ্লবের নীতিগত বাণী ,
সাত নভেম্বরে এখনো শুনি ।  
এই দিন রাশিয়ার বুকে  
রক্তক্রান্তির স্বাদ চেখে –
কতোর জীবনহানী অন্ধকারায় !
এ ক্রান্তি করে দেখায় সর্বহারায় ।  


অভয়ে সহে, জয়েতে অত্যাচার –
অক্লান্ত ক্লেশে আনে ক্রান্তির বিচার ।  
চির অক্ষয় অমর সে সহীদ জন ,
ঊর্ধ্বে নীহারিকাসম ভাতিছে গগন !
  
জীবনে বাঁচার উত্তম সঠিক লক্ষ্য ,
তার পরিচয় সাম্যবাদ চিরসাক্ষ্য ।  
সে অগ্নি যুগের ক্রান্তির ইতিহাস ,
চিরদিন মানব প্রাণে, থাকিবে বিশ্বাস ।


(ইং-০৭-১১-২০১৭)


ইং-১৯১৭-তে সাত নভেম্বরে সর্বহারার সফল ক্রান্তি,
রাশিয়ার বুকে সংঘটিত হয় । সেই ক্রান্তির স্মরণে এই কাব্য, শ্রদ্ধার্ঘ্য অর্পণ ।
আজ তার শতবর্ষ পূর্ণ হল ।এই দিনে বিশ্বে- দিকে দিকে তার উদযাপন চলছে ।