বুদ্ধিমত্তায় মানুষ,-সে নাকি দামী !
তাই জাতপাতে নেই তার কমি ।
কথায় কথায় হাতাহাতি রাস্তায় ,
কাজে অবহেলা , সুখ চায় সস্তায় !


পরের যন্ত্রণায় সদা হাস্য বদন ,
আবার সাধু সাজে, ভালে চন্দন !
পর সম্পদে সে ভীষণ লোভাতুর ,
হরণে লালায়িত সীমাহীন চতুর ।


আচারণ অশোভন ,ধারণে বহুধা
অধিক উন্নতি- তার শান্তিতে বাধা !
হয়রানির যোগসূত্রে বেষ্টিত নানা ,
বাড়ায় কোটকাছারী, জেল ও থানা ।
যুদ্ধে দেখায় আবার কত না দম !
সুসভ্য সমাজে মারে এটমবোম ।


(ইং-২৭-০৫-২০১৯)