তিনি বুদ্ধিমান, দেশের নেতা ,
পাঁচটি বছর করেন আধিক্যেতা ;
মনন চিন্তন, সঘনন- সদাই -
কত না নমুনা দেখিতে পাই ,
তাঁর ভোটের আগে খোলে মাথা ,
তিনি যে বুদ্ধিমান দেশের নেতা !


বস্তি পেলে, নাক চাপে, রুমালে –
জমিটা চায় সে পেতে নিজ 'মলে' ,
নেতা, গোপন মনে, বোনে জাল -
অপসারণ জঞ্জাল, হতে মালামাল !
গরীব উজাড়ে, খোঁজে সে পন্থা ,
তিনি যে বুদ্ধিমান দেশের নেতা !


সোচ্চার উদ্গার শব্দের উচ্চারণ ,
প্রকাশ্য ভাষণে, দানেন উদাহরণ
জানায়-, আঙুল ! হাতের পাঁচ -
ওরা এক না ! মাপেতে আজ ,
স্মরণে রেখ মোর বক্তৃতা -
বলে যান সে বুদ্ধিমান নেতা !


ভজো কাল, ফিরিবে কপাল -
সবে হবে, অতি মালামাল !
সুখ-উজানে, ভরিবে আঙন -
আনন্দ উচ্ছ্বাসে ভব্য জীবন ।
মেনে চলো , মম, নীতি-কথা -
বলেই চলেন, বুদ্ধিমান নেতা !


(ইং-১৪-০৭-২০১৮)
*-মল্ বা মাল্ > আধুনিক ঘরযুক্ত বাজার ।