রাজনীতি ছড়িয়ে বহু শাখা-প্রশাখায়
শাসনধর্ম ঠিকমত বোঝা বড়ো দায় ,
সুচতুর স্বার্থী শাসক, আপসে লড়ায় ।


চক্রান্তে শাসন করা হ’লে- করায়ত্ত
শাসক দেশ চালায় নিজ ইচ্ছে মত ,
দম্ভে রাজা আপন সুখে থাকে মত্ত ।


আগের শপথ, প্রতিজ্ঞা, গোপন করে
নিজ বাহাদুরি, সুনামের অছিলা ধরে ,
আসল সমস্যা-চাহিদা, রাখে আঁধারে ।


এও শাসকের অদ্ভূত মজাদার খেলা-
নিজ দৈন্যতা ঢাকায় ভাষণ দানে মেলা ,
জটিল রাজনীতি বোঝা দায় কালা-ধলা ।


(০১-১১-২০২০)