জেন ! আমি সংহারক, বকরাক্ষস ,
                        আছে শক্তি-জোর !
খোরাকটা আস্ত ধরে , উদরে পুরি
                          সাথে হাড়গোড় ।


‘বেকারত্ব’ অপর নামটা আমি ধরি ,
                            দেখ দম-খম ;
   সচরাচর মস্ত ঢেউ তুলি, দেশে ,
                              জনম জনম ।


যারা শক্ত ! চায় না হ’তে হতাশ -
                         সে-ও দেবে ধরা ;
তারে দেই হামেশা ,শুদ্ধ বাতাস -
                          প্রেমপ্রীতি ভরা !


যত দিন যুদ্ধে না বধিবে তারে ?
                       মোরে দেখা পাবে !
খোরাক ঠিকই দেবে, ঘুরে ফিরে ,
                        মেলেও এ ভবে !


আর ভীম জন্মে না ! পাণ্ডবকুলে ,
                        কুন্তী মাতা নেই !
সে ‘সাম্যবাদ’উদাহ !গেছে চলে ,
                        আমি যেই সেই !


(ইং-২৬-০৪-২০১৮)-ব্যাঙ্গালোর
এখানে ,বেকারত্ব > বকরাক্ষস ।