(মুকুল সরকার, কাব্য > “কলঙ্কময় মানবতা” -০৩-১০-২০২০) তাঁর কাব্যে, মানবতার কলঙ্কের উপর, অনেক সমসাময়িক প্রশ্ন রেখেছেন । মন্তব্য করতে যেয়ে মোহিত হয়ে , আমার এ কাব্য লেখা । আজ প্রবুদ্ধ কবির সম্মানে কবিতাটি উৎসর্গ করিলাম ।


সামন্তি শাসক
স্বভাবে, যুগে যুগে, এক সামন্তি শাসক
ছিল ক্ষমতাগুণে তারা সশক্ত যাহাতক ।
প্রবল প্রতিপত্তি- মান্যতে স্বসত্ত্ব হুজ্জত
সবারে বাধ্য করাত, অন্যায় অভিমত ,


স্বয়ং শৌর্য্য, ধর্মকর্মমানে বড়ো কর্মকার
নানা ছলে নানা রূপে করিত সবে প্রহার ।
শাসনে সে বর্গ , কারো বিরুদ্ধ কুচিন্তন
না ভ্রূক্ষেপ, হলেও বিপদগামী আচরণ ।


তাচ্ছল্য নজর, অবলা-নারী, শিশু, প্রতি
মাতাল ধনাঢ্য বর্গ শাসনে সামন্তি মতি ,
মনুকথায়,- ঢোর ,গোয়াড় , শুদ্র ,নারী
মাত্র তারা, প্রতারণা পাবার অধিকারী ।


(০৩-১০-২০২০)
হুজ্জত > তর্ক , ঢোর > পশু,  গোয়াড় > মূর্খ , মনুকথা > মনু সংহিতা ।