রাজারে শুধু চিন্তা তাড়ায়
প্রজা সুখের তরে ,
আকাশ-পাতাল এক করে
খুব বিদেশ সে ঘোরে ।


গোবর গ্যাস, সৌর বিদ্যুৎ  
স্পর্শে মর্মে অনুতাপ ,
কেন উর্জায় দেশ এত পিছে
এ কোন অভিশাপ ?


প্রাতঃকৃত্য আর হাত ধোওয়া
এত পরে হ’ল শেখা ,
রোগ, অপুষ্টিতে শিশুর মরণ
যায় না আর দেখা !


মঙ্গলের রকেট ফিকে পড়ে
চাষী পায় না জল ,
বেকার গুলো মাথা তোলে !
রাজাকে বলে খল ?


(ইং-২৭-০২-২০১৯)