রাজার চাই তরবারিভাজা, মূখ্য গুণমান ,
শক্তপেশী , অশ্বারোহী, মস্তকে শিরস্ত্রাণ
বংশগৌবর, ধর্ম সহায়, অশিক্ষিত প্রজা ,
গুরুর আশিস ,বাহুবলে বলিয়ান রাজা ।
কলিতে নেতাই রাজা প্রজার দয়ায় পুষ্ট ,
এ সত্য ,মানতে আত্মায়- বেজায় কষ্ট !


লোক ঠকানো বুদ্ধিগুলো খাঁচে-খাঁচে ভরা ,
জন-অর্থে জেতার পর, কত না আত্মহারা !
সিংহাসনে বসে ,স্ব-রূপ সে দর্পণে দেখে ,
গত রাজার চেহারা সাজ ,স্বপ্নে তা’ চাখে ।
লোক লস্কর সভাপরিষদ সবে আদর করে ,
তাই, ভোটের কলির রাজা- সবার উপরে ।


(০৫-১০-২০২০)