গত করমের দেনার চাপে
মর্ত্যে পুনঃ আসা ,
বেকারী, কষ্ট, রোজগার নেই ,
অপূরণ হয় আশা ।


পাপের পরেও পাপের চাপ
জড়ায় দেহ কোষে ,
আগের গতির কোষ্ঠী দেখে
হাঁপসি কাটা শেষে ।


অভাবী জীবন ভয়ঙ্কর রূপ
স্বপ্নেও হয় ভয় !
পাপের কলিতে জনম নিয়ে
মনুষ্য হিত ক্ষয় ।


কলির যুগের ছল করোবারী
গুদামজাত করে ,  
অসতের আলয়ে কলঙ্ক-ধন
সুখ উপচে পড়ে ।


ওরাই ফেরত আসবে ফিরে
সুখীর প্রাণ ধরে ,
বাদবাকিদের জনম বৃথা
ঋণের বোঝা ঘাড়ে ।


(ইং-০৪-০৮-২০১৯)