একদা এক অপ্রকৃতিস্থ -পাগল
নিজের মাথায় নিজে আরো পাকায় গোল ,
চলছে মেঠোপথ ধরে ,
হঠাৎ করে সে একটা বিরাট আবিষ্কার করে ।
হাস্যে, নিজে নিজে বলে ,
মানুষ কেন চলাচলে সে প্রায়ই পথ ভোলে !
এই রাস্তার যতো দোষ ,
আজ থেকে মিটিয়ে নির্মূল করিব যতো আপসোস ।


একটা শুখনো ডাল হাতে ,
সূতো জড়ানোর মত রাস্তা জড়াতে থাকে তাতে ।
যে যায় তাকে বলে ,
তোর সব সমস্যা নিঃশেষ, দুঃখ থাকবে না কপালে।
রাস্তা গুঁটিয়ে করি পথ বন্দ ,
আর হাঁটা নয় ! ঘরে বসে কেবল খাও ভাল-মন্দ ।


কারা, এক মড়া কাঁধে করে ,
বলে ,করুণ বিনতি করে ,এবার পথ দাও- ছেড়ে ।
দয়া চাইছে ! পাগল গেল গলে ,
লোকটা কাঁধে, ওকে বলো, এ পথে ফের্ এলে
যেন একলা চলে, এ শর্তে, রাস্তা দিলাম খুলে ।


(ইং-১৯-০১-২০২০)