অভাবিত দিগদিগন্ত, ছেয়ে অতি
স্বপ্ন দেখা হোক চলতি -ফিরতি ,
মননে মাতম , অপরিসীম স্বাধীন
চিরতরে না কোন গণ্ডির অধীন ।


আখের গোছাতে সংগ্রহে মগন
চালাক- সজাগ উন্নয়নে যতন ,
চোরাকারোবার, গোরক ধান্দা ,
দিনে দিনে বাড়ে, দেখি না মন্দা ।
ড্রাগ্স্-মাফিয়া, ভেজাল- জালিয়াৎ
দেশে ভরমার , হবে না উৎখাৎ ।


নেতারা ফুলায় জনতারে বেলুন ,
পকেট কাটায় চালু , কর-সেলুন ।
বিচারালয় ভরমার, খাটুনি বেশী ,
ফলাফলে কমি, জমা করা-রাশি !
ঘুষের টাকায় উর্ধ্বতনে গতিমান-
নৈতিকতার দোহাই সুরেলা গান ।


জনতার বাঁচা-মরা, নেতার বশে
তিনি সুখে ঘুমান স্বপ্নের দেশে ।
কমতি থাক না, চাল-ডাল-দারু ,
জানে, জমিজমা চষে বলদগরু ।


(ইং-২১-০৮-২০১৯)
মন্দা > অভাব, কমতি
কর-সেলুন > খাজনার দপ্তর
দারু > কাষ্ঠ
চাল-ডাল-দারু > এখানে সবকিছুতে ।