রাষ্ট্রের হাতে অসীম ক্ষমতা
কার্যকর , রাষ্ট্র-পরিচালনায় ,
হয় নিঃশেষ অশুভ জড়তা
জনজীবন বহে, সচল ধারায় ।


শুধু পোষা নয় লেঠেল বাহিনী
আর ন্যায়ালয় হাতের মুঠোয় ,
সংবাদ সে হ’লে নিজ কাহিনী
অস্থির জনতা, ষাঁড়ের গুঁতোয় ।


জনতার ঘাঁড়ে করের বোঝা
কর্ণধার ফাঁকতালে মালামাল ,
যদি মাছের তেলে মাছ ভাজা
আর্ত- সর্বহারার শুকায় গাল ।


জনতারে ভাবা, কীট-পতঙ্গ
বায়োনেটে তারে করা জব্দ ,
কাজে সফল না শাসক স্বপ্ন
চারিদিকে ভরে বিদ্রোহী শব্দ ।


(ইং-৩১-০৭-২০২০)