ভোটান্তে জনতার নয় এমত ভাবনা ,
সামনের দিন- সে হবে বিরূপ
উদয় হয় আত্মবিশ্বাস , নয়া জমানা
সংসারে ঘনাবে আগে সুখ হি সুখ ।


গত শাসন কাল, তার মত হবে না  
তবু মনে অনুরণন দানাবাঁধে সংশয় ,
অগ্রের দিন না ঘনায়- অরাজগ ময়
মানুষ হারাবে তার সহ্য সীমানা ।


নেতা- তার ভাবনায় দৃঢ়ভাবে-পুষ্ট
পুনঃ চাই গদি , ভক্তি পূজা-অর্চনা
কর্ম ফাঁকে নানা স্বপ্নীল কল্পনা ,
সে হতে চায় সম্পূর্ণ নিরাপদ, সন্তুষ্ট ।


দেশ যাক না ডুবে অকালে রসাতলে -
নেতা বাড়ায় শোষণের সীমা- পরিধি
তাঁর ললুপ আঁখি, লব্ধিতে লাভের গদি ,
উন্নতি জলাঞ্জলি,-নিজস্বার্থ কাজ চলে ।


(০৮-০৬-২০২১)