গত দিনে আমার কবিতা, “প্রবাহ আরো তেজ"-(ব্যঙ্গ) তার উপর কবি, শ্রী বিভূতি দাস মহাশয়ের অতি সুন্দর মন্তব্যে প্রভাবিত হয়ে, আজকের কবিতাটি তাঁর নামে উৎসর্গ করিলাম ।


নেতা মহাশয়-(ব্যঙ্গ)


আমি মূঢ়মতি ,কেন দূষি নেতা ?
সেথা নেই কোন ভুল-সংশয় -
নেতা যে মস্ত বড়ো মহাশয় !
তিনি তো জনতার ভাগ্যবিধাতা ।


তাঁর সাথে মিলতে ইচ্ছে করে
প্রাঙ্গনে বাঁধা শিকারী কুকুর ,
সঙ্গিনে দ্বারী, রাতদিন দুপুর
কেমনে প্রবেশিব তাঁর ঘরে !


রয়ে গেছে নাবলা কিছু কথা
সময় ফুরায়, বলা যে চাই
নেতার হয়তো স্মরণে নাই ,
সে কথা দেশের তরে জনব্যথা ।

নেতা, শাগরেদ ঘিরে মশগুলে ,
এ ধরণ আবহাওয়ার বাতাবরণে
তিনি ভুলক্কড় ! গর্বের কারণে ,
ঠাঁয় বসে, ঘোষণার সবপণ ভুলে ।


নেতা বিরাজমান আমুদে ধুনে ,
মলয় বাতাসে মৌ-মৌ নিবাস
জীবনে চিরসুখ, দৃঢ় বিশ্বাস ,
তাঁর এ বরদান ,জনতার গুণে ।


জিতে, তিনি হন ভয় শূন্য ,
আগের সুখের আশায়
আরামে শরীর ভাসায়
ধর্মে মানেন না পাপ-পুণ্য ।


মাথার উপর যায় জল বয়ে
ভাববার অবকাশ কৈ ?
নেতার ঘরে সুখ অথৈ !
নেতা বোঝেন, এ-সিতে শুয়ে ।


বেকার আভাগা অভাবে ম’ল ,
কানে পশে না দুঃখ-কথা
নাবোঝার ভান্ জন-ব্যথা ,
অকালে দেশ যে কোথায় গেল !


(ইং-০৫-০৬-২০১৯)