ব্যবসার কাজে তুখড় ব্যাপারী ,
কর্ম, মতি-গতি, নানা রকমারী ।
ব্যাপারই ধ্যান, চলমান জীবন -
ব্যবসায় পরাণ, ন্যাস্ত যে মন ।
ব্যাপারী সে, কেনাবেচার হাটে
চলিতে বাধ্য ! নানান সাটগাঁটে ।
প্রসারে ব্যবসা , মনভরা আশা -
অসাধুপেশা কভু তার নেশা ।
কর্মে, শুভ-অশুভ, বাছবিচার-
না গুরুত্ব নিয়ম, মহত্ত্ব আচার ।


হ’লে দেশ সেবার পূতকাজ
ব্যপার ধাঁচে ,মানায় না আজ ।
বহুত্যাগ, বলিদান , শ্রম ক্ষয় -
নিজেরে নিঃস্ব করে, মেলে জয় ।
রাজন পদে ,আসিন হওয়া ,
না ব্যাপারী ধর্ম ,মেনে নেওয়া ;
নয়, ধারণে লাভ-ক্ষতির মান ,
দরকারে চাই জনকল্যাণ প্রাণ ।
সেবার তরে অভাগার ব্যথা -
রাজি ? স্বজ্ঞানে বুঝতে নেতা !


নেতা সে কাণ্ডারী ,ভরা ঝড়ে ,
কেন করা কাজ, তরাজু ধরে ?
পবিত্র সেবাকাজে, যিনি ব্রতী ,
তাঁরে পাবে না স্পর্শ, সে দুর্নীতি ।


(ইং-০৫-১২-২০১৭)
*-তরাজু > দাঁড়িপাল্লা ।
*-ভারতে আগামী ১৭-তম লোকসভার ভোট ১১ এপ্রিল২০১৯ থেকে শুরু যেন সুষ্ঠু-সফল হয় তার নির্বাচন প্রক্রিয়া । এই কামনা করি ।