স্বাধীন দেশ, দুখী বেশ ,
গরীবের কৈ ত্রাণ ?
দেশের কষ্ট দেখে দেখে
নেতার গলে না প্রাণ !
লোহা গলে পাথর গলে
গলে ভষ্ম ছাই ,
আঁধার গলে রূপ ও ঢলে
নেতার বেলায় নাই ।


একবার কুর্সি পেলে পরে
খৈ ভাজে গরীব বুকে ,
চায় না মনে কোন কালে
আর্ত সে- থাক সুখে ।
সত্তর বছর এমনি পার
চমক ভরা নেতার ,
অভাবী জন অভুক্ত আর
কায়া কঙ্কাল সার ।


শপথ নেতা, ভাগবতগীতা ,
স্বদেশ স্বদেশ গায় ;
লজ্জা-শরম ত্যাগ করে-
পয়সা কড়ি হাতায় ।
এক জনমে কত খাবে
আগের তরে মেলা ,
জনভোটে গদি পেয়ে
জীবন ভরে খেলা ।


(ইং-০৮-০২-২০১৯)