নেতা সে জনাশীর্বাদে ভোটে জেতা ,
গর্বভরা একছত্র রাজা, এ যেন প্রথা ।
আজ ভোট-সন্ধ্যায় দর্শন দুয়ারে ,
জনতা বরণ করে , হৃদয়ে আদরে !
স্কন্ধ ভারে আনতঃ, কুইন্টল ফুল !
স্বভাবে আগেও নেবে, নেই ভুল ৷
গাড়িতে-গাড়িতে ভরা অজপাড়া -
নেতার জয়োধ্বনিতে দিচ্ছে সাড়া !
আনন্দের বাদ্যি-বাজনা খুব বাজে -
উপচে পড়া সুখ ! নেতার রাজে ৷


কি চাও ? মন খুলে চেয়ে নাও ,
ইচ্ছে যতো আশ্বাসন, শুনে যাও !
সম্মুখে আজ ভোট এসেছে ভাই -
বিনয়ী-ভদ্র, নেতার দয়াভাব তাই ৷
চমক ভরা নেতারাজার জনপ্রচার
ছুমন্তরে দূর হবে দুঃখ-কষ্ট সবার ।
শাস্ত্রের অমূল্য বাণী, পূণ্য হয়, মন -
যদি হয় সে ‘দেবতা-রাজা’ দর্শন !
স্বয়ং চলে, নেতার হাজিরী দ্বারে -
এবার গরীবি দূর হবে তাঁর বরে ।
আজ রাজার মন কুসুমসম যত !
জনতা আঁকড়ে ধরে তাঁরে কত ।


(ইং-০৮-১০-২০১৭)
*-আগামী লোকসভার ভোট, সুষ্ঠু সুব্যবস্থিত হোক এই কামনা করি ।