এতদিনে হয় একপ্রকার বোধোদয়
শামুকের জীবন কেন খোলসে বদ্ধ ?
দুর্গতির চরম সীমা হলে, এমত অবস্থা হয়
মুখ বন্ধে মানুষ আজ হাঁপসায় ,
কিছু বলতে পারে না ! বড়ো সে অসহায় ।


যে দেশে রাস্তা আগে না মন্দির  
তার নেই সুষ্ঠু চিন্তা- মীমাংসা ,
গরু-ছাগল-ভেড়া নিয়ে দাঙ্গা জীবন হানি -
বোধশূন্যের মাঝে কতই বা জাগে আশা  
তারাই করে, শিক্ষাকে নিয়ে টানাটানি ।


সুশাসনের তকমায় আঁটা, দৃঢ়মান্যতা
প্রতাপী আমলার পকেট হামেশা ভারী
পর আহার বাসস্থান জীবিকা তার না চিন্তা --
সুন্দর ব্যবস্থায় তাঁর জীবন কত না আহাঃমরি !


হাড়ভাঙা খাটুনির পর---
দিনমজুর পায় না ভরপেট খাবার -
দৈব প্রবোধে মেনে নেয় এ জীবন- সস্তায়
শামুক জীবন-ই যেন শ্রেয়,- আজ মান্যতায় ।


(০৫-০৫-২০২২)