অভাব্য মহাশক্তিধর সে করোনা !
সুযোগ পেলে কাউকে ছাড়ে না ,
পরজীবী বিষাণু , জানায় সন্দেশ
যার রক্ত খায় তারেই করে শেষ ।
তার সংখ্যা ফাঁকতালে বাড়ায় বেশ
গা ভাসিয়ে ভেসে বেড়ায় সারা দেশ ।


হাজার বছরের জ্ঞানীর বিজ্ঞে ভরা মাথা
বিষাণুর দাপটে এসেছে শিথিলতা ,
কত যপ-তপ, মন্ত্র -প্রার্থনা ,উপোষ
সব বৃথা, বাঁচায় পরতে হ’ল মুখোশ ।


ইন্দ্রের বজ্র , ত্রিশূল, গদা, শঙ্খ-চক্র ,
বীর্য্যবান রথী পরাস্ত ,সোম -শুক্র ।
ত্রাণে দুর্দিনে কাকে করা যায় ভরসা
রক্ষায় ,চিকিৎসক সেবিকারাই আশা ।


(ইং-১২-০৬-২০২০)